মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে টানা ৮২ ঘণ্টা অভিযানের পর আইনশৃঙ্খলা বাহিনী দুইটি জঙ্গি আস্তানার পতন ঘটিয়েছে। পৌর এলাকার বড়হাটে ‘অপারেশন ম্যাক্সিমাস’ সফল হবার পর সমাপ্ত ঘোষণা করা হয়েছে জঙ্গি দমন অভিযানের। এর আগে সদর উপজেলার নাসিরপুরে ‘অপারেশন হিটব্যাক’ সাফল্য আর্জন করে।
পুলিশের বিশেষ প্রশিক্ষণপাপ্ত দল ‘সোয়াট’ অভিযান দুটি পরিচালনা করে। এতে নাসিরপুরে ৭ ও বড়হাটে ৩ জঙ্গি মারা যায়।
অভিযান শুরুর আগে জঙ্গি আস্তানার আশেপাশে ২ কিলোমিটার এলাকা জুড়ে ১৪৪ ধারা জারি করা হয়।
জঙ্গি আস্তানা সন্দেহে মঙ্গলবার দিনগত রাত ২টা থেকে মৌলভীবাজার পৌরসভার ৬নং ওয়ার্ডের বড়হাট এলাকায় একটি বাড়ি এবং শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে খলিলপুর ইউনিয়নের ফতেপুরের নাসিরপুর গ্রামে একটি বাড়ি ঘিরে ফেলে পুলিশ। বাড়ি দুটির মালিক লন্ডন প্রবাসী সাইফুল ইসলাম। জঙ্গিরা প্রাণ কোম্পানির কর্মকর্তা পরিচয়ে সেগুলো ভাড়া নিয়েছিল।
সোয়াত বৃহস্পতিবার বিকেলে নাসিরপুরের এবং শনিবার দুপুরে বড়হাটের জঙ্গি আস্তানার পতন ঘটায়।
Leave a Reply