বেসরকারি সহযোগী সংস্থা জনস হপকিন্স এফিলিয়েট-জাপাইগোর উদ্যোগে মৌলভীবাজার সদর হাসপাতাল সহ ৩টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দিনব্যাপী মৌলভীবাজার সদর হাসপাতাল, বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা প্রদানকারীদের জন্য ব্যক্তিগত পিপিই, এন-৯৫ মাস্ক, হ্যান্ড গ্ল্যাভস, হ্যান্ড স্যানিটাইজার ও ইনফ্রারেড থার্মোমিটার প্রদান করা হয়।
এসব সুরক্ষা সামগ্রী গ্রহণ করেন, মৌলভীবাজার সদর হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা পার্থ সারথী কাননগো, বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডা রত্নদীপ বিশ্বাস, কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডা মাহবুবুল আলম ভূঁইয়া ও শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডা সাজ্জাদ হুসাইন চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, জাপাইগোর ডিস্ট্রিক্ট ম্যানেজার রাশেদুল হক ও টেকনিক্যাল অফিসার ডা তানভীরুজ্জামান। এছাড়া ভিডিওকলের মাধ্যমে যুক্ত হন প্রতিষ্ঠানের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ডা মাহফুজা মৌসুমী।
তিনি করোনাকালের সম্মুখযোদ্ধা ডাক্তার ও নার্স সহ সকল স্বাস্থ্যকর্মীকে ধন্যবাদ জানান।
Leave a Reply