মৌলভীবাজার প্রতিনিধি : হযরত শাহজালালের (র) সঙ্গী ৩৬০ আউলিয়ার অন্যতম হযরত সৈয়দ শাহ মোস্তফা বোগদাদী শের সওয়ার চাবুকমারের (র) ৬৭৬তম ওরস শুরু হয়েছে।
এ উপলক্ষে দরগা প্রাঙ্গণে শনিবার বাদ আছর মিলাদ মাহফিল, গরু জবাই ও বাদ এশা জিকির আছকার অনুষ্ঠিত হয়।
রবিবার সকালে মাজারে গিলাফ ছড়ানো, বাদ জোহর শিরণী বিতরণ এবং বাদ এশা আখেরি মোনাজাতের মাধ্যমে দু দিনব্যাপী ওরসের কার্যক্রম শেষ হবে।
মুরিদান, ভক্ত অনুরাগী ও মেলায় আগত জনসাধারণের নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়ে প্রশাসন ও মাজার পরিচালনা কমিটির পক্ষ থেকে মাজার প্রাঙ্গণ সহ আশপাশের এলাকা সিসি টিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এছাড়া পুলিশের পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক টহলে আছেন।
Leave a Reply