মৌলভীবাজার প্রতিনিধি : প্রতি বছরের ন্যায় এবারও পৌষ সংক্রান্তি উপলক্ষে মৌলভীবাজারের শেরপুরে ঐতিহ্যবাহী মাছের মেলা বসেছে।
কুশিয়ারা নদীর পাড়ে আয়োজিত ৩ দিনব্যাপী এ মেলায় ফরমালিন মুক্ত দেশীয় মাছ কিনতে বিভিন্ন স্থান থেকে ক্রেতারা ভিড় জমাচ্ছেন।
শেরপুরে প্রায় দুইশ বছর ধরে বসছে মাছের মেলা। এটি এখন সার্বজনীন উৎসবে রূপ নিয়েছে।
সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার সংযোগস্থল শেরপুরের এই মেলায় দেশীয় প্রজাতির টাটকা মাছ ক্রেতাদেরকে বিশেষভাবে আকৃষ্ট করে।
বিক্রেতারা জানান, তারা সুরমা, কুশিয়ারা ও মনু নদী এবং হাকালুকি, কাওয়াদিঘি ও হাইল হাওর সহ বিভিন্ন নদী ও হাওরে প্রাকৃতিকভাবে বেড়ে উঠা মাছ সাধারণত নিয়ে আসেন। মেলা উপলক্ষে মাছের চাহিদা কয়েকগুণ বেড়ে যায়; কিন্তু চাহিদার তুলনায় মাছ আসে কম। তাই মূল্য কিছুটা বেড়ে যায়।
মাছের মেলা নামে পরিচিত হলেও এই মেলা সাধারণ মেলার মতোই খেলনাপাতি, আসবাবপত্র ও গৃহস্থালী সামগ্রী সহ গ্রামীণ ঐতিহ্যের সবকিছু পাওয়া যায়।
এবার মাছের দাম ৫ হাজার টাকা থেকে ৮৫ হাজার টাকা পর্যন্ত উঠেছে।
Leave a Reply