মৌলভীবাজার প্রতিনিধি : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন মৌলভীবাজারের বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন।
মঙ্গলবার সকালে তিনি বন্যা কবলিত মৌলভীবাজার শহরের বড়হাট ও রাজনগর উপজেলার কদমহাটা এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেন।
এ সময় তিনি মানুষকে আশ্বস্ত করেন, দুর্যোগ কাটিয়ে না উঠা পর্যন্ত বন্যা সরকারের ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী বন্যার্তদের জন্য ৫শ টন চাল, নগদ ৩০ লাখ টাকা ও ১ হাজার বান টিন বরাদ্দ দেন।
এর আগে তিনি সার্কিট হাউজে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভায় দুর্যোগ মোকাবেলার বিভিন্ন পরামর্শ দেন।
একই দিন সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন সদর উপজেলার সৈয়ারপুর ও খলিলপুরে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন।
পরে তিনি সরকার ও দলের পক্ষে ত্রাণ বিতরণ করেন।
এ সময় স্থানীয় সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান ও পৌর মেয়র ফজলুর রহমান সহ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply