নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের নাসিরপুর গ্রামে পুলিশের জঙ্গি বিরোধী অভিযান ‘হিটব্যাক’ বৃহস্পতিবার সকাল থেকে আবার শুরু হয়েছে।
তবে মৌলভীবাজার পৌর এলাকার বড়হাটের যে বাড়িতে জঙ্গি অবস্থান করছে বলে পুলিশ বুধবার সকাল থেকে ঘিরে রেখেছে সেখানে এখনো অভিযান শুরু হয়নি।
সিলেটে প্রাপ্ত খবরে জানা গেছে, একাধিক জঙ্গির অবস্থান নিশ্চিত হবার পর বুধবার ভোরে পুলিশ ঐ দুটি বাড়ি ঘিরে ফেলে। বিকেল পৌণে ৫টার দিকে ঢাকা থেকে নাসিরপুর পৌঁছে পুলিশের বিশেষায়িত শাখা ‘সোয়াত’। পরিকল্পনা চূড়ান্ত করে ঘণ্টাখানেক পর অভিযান চালায় গ্রামের বাইরের দিকের একতলা বাড়িটিতে। প্রায় এক ঘণ্টা পর অভিযান স্থগিত করা হয়।
Leave a Reply