বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : মৌলভীবাজারের নতুন জেলা প্রশাসক হিসেবে উপসচিব ড উর্মি বিনতে সালাম দায়িত্ব গ্রহণ করেছেন।
সোমবার, ৩ এপ্রিল বিদায়ী জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের নিকট থেকে তিনি দায়িত্ব বুঝে নেন।
নতুন জেলা প্রশাসক ড উর্মি বিনতে সালাম দায়িত্ব গ্রহণের পর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে নিজ দফতরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জাননো হয়।
১৯৮৪ সালে মৌলভীবাজার জেলা হিসেবে প্রতিষ্ঠার পর তিনি হচ্ছেন এখানকার দ্বিতীয় নারী জেলা প্রশাসক।
ড উর্মি বিনতে সালাম বিসিএস ২৫তম ব্যাচের একজন কর্মকর্তা। ১৯৮১ সালের ১ আগস্ট কুমিল্লার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা মোহাম্মাদ আব্দুস সালাম ও মাতা হালিমা আক্তার। ২০০৬ সালের ২১ আগস্ট তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই পুত্র সন্তানের জননী। তার স্বামী ড মো নাজমুল কবির চৌধুরী ঢাকা কলেজের রসায়ন বিভাগে শিক্ষকতা করছেন।
Leave a Reply