সাইফুল ইসলাম সুমন, জুড়ী : একাত্তরের ৫ ডিসেম্বর মৌলভীবাজারের জুড়ী পাকিস্তানি হানাদার বাহিনীর দখলমুক্ত হয়।
১ ও ২ ডিসেম্বর মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী ৪ নম্বর সেক্টরের রানীবাড়ী সাব সেক্টরভুক্ত সকল ক্যাম্পের মুক্তিযোদ্ধারা দেশের অভ্যন্তরে প্রবেশের প্রস্তুতি সম্পন্ন করেন। ৩ ডিসেম্বর সন্ধ্যা ৬ টায় ভারতের বাগপাশা থেকে অগ্রসর হয়ে রাঘনা নামক স্থানে জুরী নদীর উপর অস্থায়ী সেতু নির্মাণ করে বাংলাদেশে প্রবেশ করে তারা সীমান্তবর্তী ফুলতলা ইউনিয়নের ফুলতলা বাজার বিনাবাধায় দখল করে নেন। রাতের মধ্যেই পার্শ্ববর্তী সাগরনাল ইউনিয়নের ডিফেন্সও দখলে চলে আসে। সেখানে ক্যাপ্টেন সুখ লালসহ কিছু সৈন্য থেকে যান। অন্যরা জুড়ীর দিকে অগ্রসর হতে থাকেন। তবে রত্না চা বাগানের কাছে তারা পাক বাহিনী দ্বারা বাধাপ্রাপ্ত হন। তবে কয়েকদফা গোলাগুলির পর পশ্চিমা জল্লাদরা পিছু হটে কাপনাপাহাড় চা বাগানের নিকট চলে যায়। যৌথ বাহিনীও সেখানে ডিফেন্স নেয়। পরদিন দিনভর প্রচণ্ড যুদ্ধ চলে। এতে উভয়পক্ষে বেশ কিছু হতাহতের পর রাতেই খান সেনারা জুড়ীর দিকে পালিয়ে আসে।
কাপনাপাহাড় থেকে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী দুইভাগে বিভক্ত হয়ে একদল কুলাউড়া শত্রুমুক্ত করতে গাজীপুর চা বাগানের রাস্তা ধরে অগ্রসর হতে থাকে। অপরদল জুড়ীর দিকে এগিয়ে চলে। পরদিন ৪ ডিসেম্বর ভারতের কুম্ভিগ্রাম বিমানবন্দর থেকে কয়েকটি বিমান জুড়ী ও কুলাউড়াতে শেলিং করতে থাকে। এই শেলিংয়ের মুখে জুড়ীতে অবস্থানরত পাকিস্তানি দখলদার বাহিনী টিকতে না পেরে রাতেরবেলা পালিয়ে যায়। আর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে লাল-সবুজের পতাকা হাতে বীর সেনানীরা শহরে প্রবেশ করে ‘জয়বাংলা’ স্লোগানে চারদিক মুখরিত করে তুলেন।
Leave a Reply