মৌলভীবাজারে একাটুনা ইউনিয়ন ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে একাটুনা ইউনিয়নের শতাধিক গরীব পরিবারের মধ্যে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার দুপুরে কচুয়া গ্রামের যুক্তরাজ্যের কমিউনিটি নেতা মকিস মনসুরের বাড়িতে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাটুনা ইউনিয়ন ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলার ভাইস চেয়ারম্যান হাফিজ আলাউর রহমান টিপু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনকার আহমদ, একাটুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান, দেশ টিভির জেলা প্রতিনিধি সালেহ এলাহী কুটি, একাটুনা ইউনিয়ন পরিষদের সদস্য ইমন তরফদার, আয়োজক সংগঠনের উপদেষ্টা গুলজার হোসেন লন মিয়া, মুরব্বি দুরুদ মিয়া ও আমেরিকা প্রবাসী শাহ্ গিয়াস উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন একাটুনা ইউনিয়ন ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ট্রেজারার মোহাম্মদ মুজিব মনসুর।
Leave a Reply