মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা গ্রামে প্রতি বছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সেহরি ও ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে একাটুনা ইউনিয়ন পরিষদ ভবন প্রাঙ্গণে সাব্বির করিম ফাউন্ডেশনের উদ্যেগে ২৫০টি অসহায় দরিদ্র পরিবারের মাঝে এসব বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান। একাটুনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সুফিয়ানের সভাপতিত্বে ও সাব্বির করিম ফাউন্ডেশনের গিয়াস আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ও ইউপি সদস্য মনিরুল ইসলাম ইমন।
সেহরি ও ইফতারসামগ্রীর মধ্যে ছিলো ৫ কেজি চাল, ১ কেজি আলু, ১ কেজি পিঁয়াজ, ১ কেজি রসুন, ১ কেজি ডাল, ১ কেজি ছোলা, ১ লিটার তৈল, ১ কেজি লবন, সেমাই ও চিনি।
Leave a Reply