মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে মেডিকেল কলেজ স্থাপন সহ ব্যাপক উন্নয়নের আশ্বাস দিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম জেলাবাসীর প্রতি নৌকায় ভোট দেয়ার আহবান জানিয়েছেন।
শনিবার বিকেলে কমলগঞ্জ ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা হাসপাতালের নব নির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানান।
মৌলভীবাজার-৪ আসনের সাংসদ উপাধ্যক্ষ আব্দুস শহীদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, মৌলভীবাজার-২ আসনের সাংসদ আব্দুল মতিন, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি নেছর আহমদ ও সাধারণ সম্পাদক মিছবাউর রহমান।
মোহাম্মদ নাসিম আরো বলেন, খালেদা জিয়া ন্যায় বিচারের কথা বলেন, অথচ তার আমলেই জঙ্গিবাদের উত্থান ঘটেছিল। মন্ত্রী বানানো হয়েছিলো যুদ্ধাপরাধীদের। বঙ্গবন্ধুর খুনিদের বিচারও করতে দেয়নি।
Leave a Reply