সুনামগঞ্জ প্রতিনিধি : ঢাকা থেকে নিখোঁজ মোহনা টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার মুশফিকুর রহমানকে আহত অবস্থায় সুনামগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের গোবিন্দপুর এলাকায় আহত অবস্থায় মুশফিকুর রহমানকে পড়ে থাকতে দেখে এলাকার লোকজন তাকে উদ্ধার করে পাশের একটি মসজিদে নিয়ে যান। পরে থানায় ও স্থানীয় সাংবাদিকদের খবর দিলে পুলিশ তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে।
সাংবাদিক মুশফিকুর রহমান জানান, গত শনিবার কয়েকজন দুর্বৃত্ত তার চোখের মধ্যে তরল কিছু ছিটিয়ে দেয়। এরপর আর কিছুই তিনি বলতে পারেননি।
সুনামগঞ্জ সদর থানার এস আই জিন্নাত হোসেন জানান, মুশফিকুর রহমানের পরিবারের সাথে যোগাযোগ হয়েছে।
Leave a Reply