সুনামগঞ্জ প্রতিনিধি : মোহনা টেলিভিশনের সপ্তমবর্ষে পদাপর্ণ উপলক্ষে সুনামগঞ্জে কেক কাটা, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা সহ নানা কর্মসূচি পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার সকাল ১১টায় মোহনা দর্শক ফোরাম সুনামগঞ্জের উদ্যোগে পুরাতন শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পৌর কলেজের অধ্যক্ষ শেরগুল আহমদের সভাপতিত্বে ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবুল কালাম, র্যাব-৯ সিপিসি সুনামগঞ্জ অঞ্চলের এএসপি মো আফজাল হোসেন, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য করুণা সিন্ধু চৌধুরী বাবুল ও দৈনিক সুনামগঞ্জ খবরের সম্পাদক পংঙ্কজ কান্তি দে প্রমুখ।
বক্তারা বলেন, মোহনা টেলিভিশনের সুনামগঞ্জ প্রতিনিধি তার মেধা ও প্রজ্ঞা দিয়ে হাওরের জেলা সুনামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে মোহনা টিভির অবস্থান সৃষ্টি করেছেন।
Leave a Reply