NEWSHEAD

মোবাইল ফোনের অপব্যবহারে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে : সংস্কৃতি প্রতিমন্ত্রী

Published: 31. Dec. 2019 | Tuesday

হবিগঞ্জ প্রতিনিধি : সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, মোবাইল ফোনের অপব্যবহারে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই মোবাইল ফোনের সঠিক ব্যবহার করতে হবে।
তিনি আরো বলেছেন, বাঙালির আবহমান ঐতিহ্য ও সংস্কৃতি বুকে ধারণ করতে হবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এই সংস্কৃতিকে ফুটিয়ে তুলেছিলেন।
সোমবার দুপুরে হবিগঞ্জ শিল্পকলা একাডেমিতে জেলা পুলিশের উদ্যোগে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবু জাহির, সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান ও সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ, সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান, জেলা প্রশাসক কামরুল হাসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, পৌর মেয়র মিজানুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম।
প্রতিমন্ত্রী পরে নিমতলায় জেলা প্রশাসন আয়োজিত বইমেলার উদ্বোধন করেন।

Share Button
January 2020
M T W T F S S
« Dec    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

দেশবাংলা