মোগলাবাজার কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রাথমিক সমাপনী শিক্ষার্থীদের চূড়ান্ত মডেল টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
২২শে অক্টোবর থেকে শুরু হয়ে ২৭শে অক্টোবর পর্যন্ত সানফ্লাওয়ার কিন্ডারগার্টেনে এই মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।
দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ, ভাইস চেয়ারম্যান শাহ মো ইমাদ উদ্দিন নাসিরী, দক্ষিণ সুরমা ডিগ্রি কলেজের প্রভাষক মুহিবুর রহমান, সিলেট সিটি কর্পোরেশনের ২১, ২২ ও ২৩নং ওয়ার্ডের কাউন্সিলর শামীমা স্বাধীন, সানফ্লাওয়ার কিন্ডারগার্টের পরিচালক হারুন অর রশিদ, মুফিজুল ইসলাম সারজুল, কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি ও পরীক্ষা নিয়ন্ত্রক শাহাব উদ্দিন শিহাব, কেন্দ্র সচিব ও ইকবাল একাডেমির প্রধান শিক্ষক শামীম আহমদ, পরীক্ষা কেন্দ্রের হল সুপার ও সানফ্লাওয়ার কিন্ডারগার্টেনের সহকারী শিক্ষক আজিজুর রহমান, জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের ভাইস চেয়ারম্যান এনামুল কবির, নির্বাহী পরিচালক যুব সংগঠক শাহীন আহমদ, সিলেট সেন্ট্রাল কলেজের পরিচালক শাহ রুম্মানুল হক প্রমুখ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের ১০টি কিন্ডারগার্টেন স্কুলের দুই শতাধিক ছাত্র-ছাত্রী চূড়ান্ত মডেল টেস্ট পরীক্ষায় অংশ গ্রহণ করেন।
Leave a Reply