সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের প্রথম কার্যদিবস অতিবাহিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় নবনির্বাচিত চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, মোগলাবাজার ইউনিয়নকে মডেল ইউনিয়ন গড়ার লক্ষ্যে সবাইকে সাথে নিয়ে কাজ করতে চাই।
জনগণকে সাথে নিয়ে এলাকার মানুষের আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাবার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ জন্যে সবার সহযোগিতাও কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের সদস্য মো তোয়াহিদ মিয়া, মো সমস উদ্দিন, মো সেলিম আহমদ, মো আইয়ুব হোসেন, মো মকবুল হোসেন, শামীম আহমদ, মো শাহাব উদ্দিন, মো সাইফুল ইসলাম, জুহেল আহমদ, আয়শা বেগম, জয়মনা বেগম ও জোছনা রাণী দাশ। ইউনিয়ন পরিষদের সচিব মো এখলাছুর রহমানও উপস্থিত ছিলেন।
Leave a Reply