দক্ষিণ সুরমা প্রতিনিধি : আমেরিকা-বাংলাদেশ এডুকেশন ফান্ডের অর্থায়নে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের ৬ নম্বর ওর্য়াডের রমজানপুর গ্রামে তৃতীয়বার ৩৫ জন মেধাবী শিক্ষার্থীকে মোট ৫ লাখ ২৫ হাজার টাকা গত ২৫ মার্চ দেওয়া হয়।
বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ সুরমা উপজেলার নির্বাহী অফিসার নুসরাত লায়লা নীরা, আমেরিকা-বাংলাদেশ এডুকেশন ফান্ডের উপদেষ্টা আমেরিকা প্রবাসী আজমল আলী, সাধারণ সম্পাদক মমতাজ বেগম আলী ও দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক বদরুল ইসলাম। ফারুক আহমদের সভাপতিত্বে ও আমেরিকা-বাংলাদেশ এডুকেশন ফান্ডের সিলেট প্রতিনিধি জয়নুল ইসলামের সঞ্চালনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply