সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের সতীঘর এলাকায় যুক্তরাজ্য প্রবাসী মাওলানা শাহ মিজানুল হকের পরিবারের পক্ষ থেকে পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর উপলক্ষে কর্মহীন, দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে সতীঘর সার্বিক গ্রাম উন্নয়ন সমাবায় সমিতি লিমিটেডের সহযোগিতায় শতাধিক পরিবারের মধ্যে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, মোগলাবাজার ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার মো আইয়ুব হোসেন।
সতীঘর সার্বিক গ্রাম উন্নয়ন সমাবায় সমিতি লিমিটেডের সভাপতি মো মখন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ রুম্মানুল হকের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন, গ্রামের মুরব্বি ছইদ আলী, চাঁন মিয়া, আরিফ মিয়া, আনোয়ার আলী, খোকন মিয়া, আনোয়ার হোসেন, আব্দুল বাছিত প্রমুখ।
খাদ্যসামগ্রীর মধ্যে ছিল, ময়দা, চিনি, তেল, লবণ, তরল দুধ ইত্যাদি।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply