নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানা পুলিশ এলাকাবাসীর সহযোগিতায় অস্ত্র সহ ৯ ডাকাতকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, মঙ্গলবার ভোররাতে দক্ষিণ সুরমা উপজেলার ভাঙ্গিগ্রামে একটি বাড়িতে ডাকাতি করে ১২ জনের একটি ডাকাত দল। তারা সেখান থেকে নগদ অর্থ, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যাবার সময় গ্রামবাসী মোগলাবাজার থানায় খবর দেন।
এসএমপির উপ কমিশনার (দক্ষিণ) বাসুদেব বণিক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত এলাকায় ছুটে যায়। সেখানে এলাকাবাসীর সহযোগিতায় জলকরকান্দি এলাকা থেকে ৫ ডাকাতকে আটক করে। পরে সকাল ৮টায় ৩ ও সকাল সাড়ে ৮টায় আরো ১ ডাকাতকে আটক করা হয়। তবে অন্য ৩ জন পালিয়ে যায়।
এ সময় ডাকাতদের নিকট থেকে একটি পাইপ গান, ৫ রাউন্ড গুলি ও একটি ছোরা সহ তাদের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।
সহকারী পুলিশ কমিশনার জেদান আল মুসা জানান, ডাকাতি হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত এ ব্যাপারে একটি ডাকাতির ও একটি অস্ত্র আইনের মামলার প্রস্তুতি চলছিল।
Leave a Reply