সিলেটের দক্ষিণ সুরমার বিভিন্ন স্থান সহ মহানগরীর রায়নগর এলাকায় জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে।
মোগলাবাজার ইউনিয়নের আল-রাজন কমিউনিটি সেন্টারে ঈদের ২য় ও ৩য় দিন রেঙ্গা হাজীগঞ্জ বাজার কিংডম পার্টি সেন্টারে এবং রায়নগর ১০৯ মিতালী সহ তিনটি স্থানে মোট ২৫টি ষাড় ও ৭৬টি খাসি কোরবানি দেয়া হয়।
কোরবানির মাংস বিতরণ কালে উপস্থিত ছিলেন জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষাক লন্ডন প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল মজিদ লাল মিয়া, ভাইস্ চেয়ারম্যান এনামুল কবির, নির্বাহী পরিচালক শাহীন আহমদ, উপদেষ্টা চুনু মিয়া, সাইস্তা মিয়া, বাবুল মিয়া, নামর আলী, সোনাহর আলী, দিলোওয়ার হোসাইন, নির্বাহী সদস্য মুহিবুর রহমান, হারুনুর রশিদ হিরন ও ময়নুল ইসলাম মনজুর।
Leave a Reply