সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের বৃহত্তর দশগ্রাম সমাজকল্যাণ ফাউন্ডেশনের অভিষেক উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ, স্কুলড্রেস, পায়জামা, পাঞ্জাবি ও বোরকা বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেলে দশগ্রাম বাজার মাঠে এসব শিক্ষা উপকরণ বিতরণ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ। আয়োজক সংগঠনের সভাপতি জৈন উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল কাদির রেজা ও কয়েছ আহমদের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, মোগলগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিরন মিয়া, সাবেক চেয়ারম্যান শাহ জামাল নূরুল হুদা, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম এবং নারী ও শিশু অধিকার ফোরামের জেলা আহবায়ক কমিটির সদস্য জাকির হোসেন।
Leave a Reply