মহান মে দিবস উপলক্ষে খানাদানা ও বেতন সহ পূর্ণ দিবস ছুটি উদযাপন উপলক্ষে রবিবার বিকেলে মহানগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে হোটেল শ্রমিক ইউনিয়নের একটি মিছিল বের হয়।
মিছিলটি তালতলা, জিতু মিয়ার পয়েন্ট ও রিকাবীবাজার হয়ে কাজলশাহ নবাব রোডের মুখ ঘুরে ওসমানী মেডিকেল ১নং গেইটে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের তালতলা কমিটির সদস্য মো রফিকুল ইসলাম উজ্জ্বল। জেলা যুগ্ম সাধারণ সম্পাদক এম সফর আলী খানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সভাপতি নূরুল হুদা সালেহ। আরো বক্তব্য রাখেন রমজান আলী পটু, মো আরিফুল ইসলাম, মো ইউসুফ জামিল, মো বশির মিয়া, মো জমির আলী ও ইমান আলী প্রমুখ।
Leave a Reply