হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে চা শ্রমিকরা নিজেদের ভূমির মালিকানার দাবি জানিয়েছেন।
মহান মে দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ দাবি জানানো হয়।
আলোচনা সভায় বক্তারা চা শ্রমিকদের স্বার্থবিরোধী সকল আইন বাতিল করার দাবিও জানান।
বুধবার দুপুরে নয়াপাড়া চা বাগানের মন্দির মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, লস্করপুর ভ্যালির সভাপতি কমেট নায়েক। প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন কৈরী। অন্যদের মাঝে বক্তৃতা করেন, যুগ্ম সাধারণ সম্পাদক নৃপেন চন্দ্র পাল, কাঞ্চন পাত্র ও রবিন্দ্র গৌড়।
Leave a Reply