সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, নির্বাচিত হলে প্রথমেই তিনি নগরবাসীর সবচেয়ে বড় কষ্টের কারণ জলাবদ্ধতা দূর করবেন।
তিনি মেয়র নির্বাচিত হলে পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে জনদুর্ভোগ লাঘব করবেন। শতভাগ সদ্ব্যবহার করবেন সরকারের বরাদ্দ ও জনগণের করের টাকার। কোনভাবেই আর সিলেটবাসীকে দুর্ভোগ পোহাতে হবেনা।
বুধবার, ১৪ জুন দুপুরের দিকে মহানগরীর কাজিরবাজার, শিবগঞ্জ সোনারপাড়া ও ফরহাদ খাঁর পুলসহ আশেপাশের এলাকায় গণসংযোগ ও বৃষ্টির পানিতে জলাবদ্ধতার শিকার বিভিন্ন এলাকা পরিদর্শকালে আনোয়ারুজ্জামান চৌধুরী দুর্দশাগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলছিলেন।
উল্লেখ্য, বুধবার ভোর থেকে প্রায় দুপুর পর্যন্ত বৃষ্টিতে সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় মারাত্মক জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় মানুষকে অবর্ণনীয় দুর্ভোগে পড়তে হয়।
আনোয়ারুজ্জামান চৌধুরী দলীয় নেতাকর্মীদের নিয়ে এসব অসহায় মানুষের কাছে ছুটে যান।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা অসিত শ্যাম সজল, সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, শ্রম বিষয়ক সম্পাদক আজিজুর হক মঞ্জু, নির্বাহী সদস্য, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন আহমদ, ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফখরুল হাসান, সাধারণ সম্পাদক চন্দন রায়, পশ্চিম কাজিরবাজার বাজার কমিটির সাধারণ সম্পাদক নজরুল হক জাহাঙ্গীর, সেন্টার কমিটির নেতা আব্দুল করিম চৌধুরী, ইকবাল হোসেন, অ্যাডভোকেট দেবব্রত চৌধুরী লিটন, কিবরিয়া খান, রফিক আহমদ, ইবাদ খান দিনার, প্রদীপ রঞ্জন দাস প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply