নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জ পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা সন্তান আয়ূব বখত জগলুলের অকাল প্রয়াণে আমেরিকায় স্মরণসভা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জ জেলা সমাজকল্যাণ সমিতি ইনক রবিবার এর আয়োজন করে।
নিউইয়র্কের জ্যামাইকায় পানসি রেস্টুরেন্টে আয়োজিত এ স্মরণসভায় সভাপতিত্ব করেন মারুফ চৌধুরী। অসিত ডি চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ড আকামত আলী, অ্যাডভোকেট তরুণ চৌধুরী, সামসুজ্জোহা জন ও আব্দুল মনাফ। পরিবারের পক্ষে বক্তব্য রাখেন, ফরিদা বখত ও তালহা বখত। এছাড়া দেশ থেকে টেলিফোনে বক্তব্য রাখেন, বাবুল বখত।
Leave a Reply