সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ পৌরসভার নন্দিত মেয়র আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য আয়ুব বখত জগলুল আর নেই। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বৃহস্পতিবার সকাল ৯টায় তিনি ঢাকায় ইন্তেকাল করেছেন।
আয়ুব বখত জগলুলের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো জেলায়। অঝোরে কাঁদছেন পরিবারের সদস্য সহ ঘনিষ্ঠজনরা। শোকার্ত মানুষ ভিড় করছেন প্রয়াত মেয়রের শহরের আরপিন নগর এলাকার বাসভবনে। রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারাও সেখানে ছুটে যান।
বিকেল সাড়ে ৩টায় এয়ার এম্বুলেন্সে করে মেয়রের মরদেহ সুনামগঞ্জ নিয়ে আসা হয়। শুক্রবার বাদ জুম্মা জেলা স্টেডিয়ামে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে এই মুক্তিযোদ্ধা সন্তানকে সমাহিত করা হবে।
Leave a Reply