নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশন-সিসিকের মেয়রের পদ থেকে আরিফুল হক চৌধুরীকে সাময়িক বরখাস্তের আদেশ উচ্চ আদালত তিন মাসের জন্যে স্থগিত করেছে।
বিচারপতি সৈয়দ মো দস্তগীর আহমদ ও বিচারপতি মো আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশনের একটি বেঞ্চ সোমবার দুপুরে আরিফুল হক চৌধুরীর একটি রিটের পরিপ্রেক্ষিতে এই স্থগিতাদেশ দেয়।
আরিফুল হক চৌধুরীর আইনজীবী ব্যারিস্টার আব্দুল হালিম কাফি জানান, উচ্চ আদালত এই আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবেনা, সে ব্যাপারে কারণ দর্শাতে স্থানীয় সরকার বিভাগের সচিব, উপ সচিব ও সিলেটের বিভাগীয় কমিশনার সহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছে।
Leave a Reply