নিজস্ব প্রতিবেদক : পরিবেশ অধিদপ্তর হাইড্রোলিক হর্ণ ব্যবহারের দায়ে ১২টি যানবাহনকে সাড়ে ৯ হাজার টাকা জরিমানা করেছে।
এ সময় প্রায় ৫০টি যানবাহন থেকে হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।
মঙ্গলবার পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয় ও মৌলভীবাজার জেলা কার্যালয়ের উদ্যোগে এবং র্যাব-৯ শ্রীমঙ্গল ও বিআরটিএ, মৌলভীবাজারের সহযোগিতায় মৌলভীবাজার-শ্রীমঙ্গল রোডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাইড্রোলিক হর্ণ ব্যবহারের অপরাধে হানিফ পরিবহন, শ্যমলী পরিবহন ও হবিগঞ্জ এক্সপ্রেসসহ অন্যান্য যানবাহনকে এই জরিমানা করা হয়।
এ সময় হাইড্রোলিক হর্ণ জব্দ করা ছাড়াও শব্দদূষণ রোধে জনগণের মাঝে পরিবেশ ও শব্দ সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন দেন পরিবেশ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো মাঈদুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো আলমগীর।–সূত্র সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply