মো মেহেদী হাসান জনির পরিচালনায় ও আসাদুজ্জামান সোহাগের রচনায় ‘নীল ফড়িং এর গল্প’ শিরোনামে একটি নাটকে জুটিবদ্ধ হয়ে অভিনয় করতে যাচ্ছেন অপূর্ব ও মিথিলা।
পরিচালক জানান, ‘সমসাময়িক বিষয় নিয়ে নাটকটি। সাধারণত আমি ভালোবাসা নির্ভর গল্প নিয়ে কাজ করি, এই নাটকের গল্পও তার ব্যতিক্রম নয়। তবে ভালোবাসা ছাড়াও এর মধ্যে দর্শক ভিন্নতা খুঁজে পাবেন।’
অপূর্ব বলেন, ‘নাটকের গল্পটি আমার ভালো লেগেছে। জনির অনেক নাটকে আমি অভিনয় করেছি। অভিনয় করার আগে প্রতিটি নাটক নিয়েই তার সঙ্গে আলোচনা করে তারপর অভিনয় শুরু করি।’
মিথিলা বলেন, ‘জনির সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। প্রথম কাজটি ছিল চিরকুটের শব্দ। এতে আমার সঙ্গে অভিনয় করেন সিয়াম আহমেদ। এ নাটকের গল্পটা শুনেছি। আমার ভালো লাগাতেই কাজ করার আগ্রহ প্রকাশ করেছি।’
৬, ৭ ও ৮ অক্টোবর রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং হবে। অপূর্ব-মিথিলা ছাড়াও এতে অভিনয় করছেন গাজী রাকায়েত, মিলি বাশার, বিরহী মুক্তার প্রমুখ।
Leave a Reply