সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড এ টি এম মাহবুব-ই-ইলাহী বলেছেন, পরিবার হচ্ছে সুশিক্ষার অন্যতম সূতিকাগার। শিশুদের প্রাথমিক ও সুশিক্ষা পরিবার থেকেই শুরু হওয়া দরকার। বর্তমান সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাব্যবস্থার চরম বিপর্যয় চলছে। এজন্য প্রকৃত মেধা বিকাশ ও মননশীলতার ক্ষেত্রে প্রতিযোগিতা ব্যাপক ভূমিকা রাখে।
শনিবার সন্ধ্যায় কেমুসাসের শহীদ সুলেমান হলে সিলেট সাংস্কৃতিক সংসদ আয়োজিত মহররম ও আশুরা উপলক্ষ্যে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বিশিষ্ট কবি অধ্যক্ষ কালাম আজাদের সভাপতিত্ব ও প্রকৌশলী শাহনেওয়াজ চৌধুরী রাজীবের সঞ্চালনায় এতে প্রধান আলোচক ছিলেন, গোবিন্দগঞ্জ ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী। স্বাগত বক্তব্য রাখেন, সিলেট সাংস্কৃতিক সংসদের পরিচালক মো জাহেদুর রহমান চৌধুরী।
রচনা প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন করেন ‘ক’ গ্রুপে যথাক্রমে শাহ মাদিহা জাবিন, নুছাইবা তাবাছ্ছুম নুহা ও আহসান সামী ভূঁইয়া। ‘খ’ গ্রুপে যথাক্রমে বিলাল উদ্দিন, মাফরোজা বেগম ও সাবিনা আক্তার ঝুমা। ‘গ’ গ্রুপে সাখাওয়াত হোসেন, মো শামসুল ইসলাম ও মুনতাহার জাহান।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply