সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে সিলেট জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
শনিবার চেম্বার মিলনায়তনে আয়োজিত বৃত্তি ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সভাপতিত্ব করেন সিলেট চেম্বার সভাপতি সালাহ উদ্দিন আলী আহমদ। বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো জয়নাল আবেদীন, সিলেট চেম্বারের জ্যেষ্ঠ সহ সভাপতি মো মামুন কিবরিয়া সুমন, সহ সভাপতি মাসুদ আহমদ চৌধুরী এবং পরিচালক ও বৃত্তি সাব কমিটির আহবায়ক মো সাহিদুর রহমান।
অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন উপজেলার প্রাথমিক বিদ্যালয় ও মাদরাসার ৩৬ জন শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি ও সনদপত্র বিতরণ করা হয়।
Leave a Reply