বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, জীবনে সফলতার জন্যে উচ্চ লক্ষ্য নির্ধারণ করে তা অর্জনে কঠোর পরিশ্রম করতে হবে।
সিলেট ক্যাডেট কলেজে ওল্ড ক্যাডেট এসোসিয়েশন সিলেটের অষ্টম পুনর্মিলনীর তিন দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিন শুক্রবার সকালের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
সেনাপ্রধান বলেন, ক্যাডেটদের মেধাবী নেতৃত্বের জন্য জাতি অপেক্ষা করছে। তাই তাদেরকে ভালো মানুষ হয়ে গড়ে উঠতে হবে।
তিনি ইতিবাচক দৃষ্টিভঙ্গি চর্চা ও নৈতিকতা ধরে রেখে নিজেদের মধ্যে দেশপ্রেমের স্পৃহা জাগিয়ে তুলতে ক্যাডেটদের পরামর্শ দেন।
এর আগে জেনারেল আজিজ আহমেদ বর্তমান ও প্রাক্তন ক্যাডেটদের সালাম গ্রহণ করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে কলেজ মাঠে মনোমুগ্ধকর ডিসপ্লের মাধ্যমে ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধের চিত্র তুলে ধরা হয়।
Leave a Reply