নিজস্ব প্রতিবেদক : ডা শামসুদ্দিন আহমদ, ডা শ্যামল চন্দ্র লালা, সেবক মাহমুদুর রহমান ও অ্যাম্বুলেন্স চালক কোরবান আলী সহ সিলেট মেডিকেল কলেজ হাসপাতাল গণহত্যার শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।
রবিবার দুপুর ২টায় মহানগরীর চৌহাট্টায় শহীদ ডা শামসুদ্দিন আহমদ স্মৃতিসৌধে এই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার ভবতোষ রায় বর্মন, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ লালা, অ্যাডভোকেট সমর বিজয় সী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ব্যারিস্টার আরশ আলী, অধ্যাপক শামসুল আলম প্রমুখ। শহীদ ডা শামসুদ্দিন আহমদের স্বজনরাও উপস্থিত ছিলেন।
একাত্তরের ৯ এপ্রিল এ গণহত্যা সংঘটিত হয়।
Leave a Reply