সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা প্রকল্প একনেকে অনুমোদন পাওয়ায় সুনামগঞ্জে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে সুনামগঞ্জ
জেলাবাসীর উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহিদমিনারে গিয়ে শেষ হয়।
আনন্দ শোভাযাত্রায় অংশ নেন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, জেলা প্রশাসক
মোহাম্মদ আব্দুল আহাদ, পৌর মেয়র নাদের বখত ও পুলিশ সুপার বরকুতুল্লাহ খান।
৪ নভেম্বর একনেকে সুনামগঞ্জ সদর উপজেলার মদনপুর এলাকায় প্রায় ১২শ কোটি টাকার ব্যয়ে সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠার অনুমোদন দেয়া হয়। এর মধ্য দিয়ে জেলাবাসীর দীর্ঘদিনের একটি দাবি পূরণ হলো।
Leave a Reply