নিজস্ব প্রতিবেদক : অসঙ্গতিপূর্ণ নামে বোর্ড গঠনের সিদ্ধান্তের প্রতিবাদে ও অবিলম্বে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ গঠনের দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশন মহানগর শাখা বুধবার সকালে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
বিক্ষোভ মিছিলটি মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।
এতে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি সাইদুর রহমান রায়হান। বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কিবরিয়া ও মহানগর সাধারণ সম্পাদক সোহেল।
Leave a Reply