মেট্রোপলিটন ইউনিভার্সিটি ও দ্য ডিউক অব এডিনবার্গস ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড ফাউন্ডেশন বাংলাদেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড মো সালেহ উদ্দিন ও দ্য ডিউক অব এডিনবার্গস ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড ফাউন্ডেশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অধ্যাপক ড মোহাম্মদ শরিফুল হুদা।
এ উপলক্ষে মেট্রোপলিটন ইউনিভার্সিটি মিলনায়তনে ‘এ্যাওয়ার্ড লিডার ট্রেইনিং’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে রিসোর্স পারসন হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড মোহাম্মদ শরিফুল হুদা। শুভেচ্ছা বক্তব্য রাখেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির রেজিস্ট্রার মুহাম্মদ ফজলুর রব তানভীর।
এই চুক্তির ফলে দ্য ডিউক অব এডিনবার্গস ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড ফাউন্ডেশন বাংলাদেশ ও মেট্রোপলিটন ইউনিভার্সিটি যৌথভাবে তরুণ শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ, সার্বিক উন্নয়নের জন্য সুযোগ প্রদান, অবসর কার্যক্রম ও স্বেচ্ছায় সেবা প্রদান করবে যার মাধ্যমে তারা সমাজে প্রতিষ্ঠা লাভের পাশাপাশি বিভিন্ন প্রতিকূল পরিবেশ নিজেকে মানিয়ে চলার স্পৃহা প্রদান কার্যক্রমে কাজ করবে।
কর্মশালার সার্বিক দায়িত্বে ছিলেন দ্য ডিউক অব এডিনবার্গস ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড ফাউন্ডেশন বাংলাদেশের সহকারী ব্যবস্থাপক (প্রোগ্রাম) মো খালিদ শাহরিয়ার, নির্বাহী (প্রোগ্রাম) এ কে এম রেজওয়ানুল কবির ও মেট্রোপলিটন ইউনিভার্সিটির ইইই বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক নওশাদ আহমদ চৌধুরী।
কর্মশালায় মেট্রোপলিটন ইউনিভার্সিটি, আনন্দ নিকেতন ও রাইজ স্কুলের মোট ১২ জন শিক্ষক অংশগ্রহণ করেন।
Leave a Reply