সিলেটে মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে বিশ্ব নারী দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম হাবিবুর রহমান লাইব্রেরি হলে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড রমা ইসলাম বলেন, এখন আর নারীর স্বাধীনতা নয় বরং নারীকে মানুষ হিসেবে গণ্য করে সব মানুষের স্বাধীনতার জয়গান গাইতে হবে।
ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক স্নিগ্ধা দাস বলেন, এবারের নারী দিবসের প্রতিপাদ্য অনুসারে সমতার বিশ্ব তৈরি করতে নারীদেরই প্রথমে এগিয়ে আসতে হবে।
ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সানজিদা চৌধুরী বলেন, জন্মের পর থেকেই ছেলেমেয়ের বৈষম্য দূরীকরণে সমাজকে কাজ করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের উপ পরিচালক (জনসংযোগ) সুমনা আজিজ ছেলেদের শিক্ষাগ্রহণের অবাধ সুযোগের কথা উল্লেখ করে বলেন, মেয়েদের শিক্ষাগ্রহণের অধিকারও একইসাথে সুনিশ্চিত করতে হবে।
Leave a Reply