‘কোভিড আক্রান্তের আকাশে যদিও সবকিছু ফ্যাকাসে/ আর সব ভীষণরকম ক্লান্ত/ তবুও আমরা চাই সব রঙিন হোক/ সবার মনে ফুটুক ফুল, বসন্ত।’
এই আহ্বানে রবিবার বিভিন্ন আয়োজনে সিলেটে মেট্রোপলিটন ইউনিভার্সিটি বসন্তকে বরণ করেছে।
দিনটি একইসাথে বিশ্ব ভালোবাসা দিবস হওয়ায় যোগ হয়েছিল ভিন্ন মাত্রা। তবে করোনাকাল হওয়ায় আয়োজনের পরিসর সীমিত হলেও আনন্দের কমতি ছিল না এতোটুকুন। বাসন্তী রঙের সাজে, পিঠা, পায়েস আর মিষ্টি দিয়ে উদযাপন করা হয় বসন্ত উৎসব ও ভালোবাসা দিবস।
এ আয়োজনে মেট্রোপলিটন ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড তৌফিক রহমান চৌধুরী ও উপাচার্য অধ্যাপক ড মো সালেহ উদ্দিন সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করেন।
বসন্ত বরণ ও ভালোবাসা দিবস উদযাপনে শারীরিক দূরত্ব বজায় রেখে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।
Leave a Reply