নিজস্ব প্রতিবেদক : সিলেটে মেট্রোপলিটন ইউনিভার্সিটি সাংবাদিকতায় সার্টিফিকেট কোর্স চালু করছে। এর মেয়াদ ৩ মাস। প্রথম ব্যাচে ভর্তির ক্ষেত্রে বিশেষ সুবিধা হিসেবে ৩ হাজার টাকা ছাড় দেয়া হবে।
সোমবার দুপুরে মেট্রোপলিটন ইউনিভার্সিটি সম্মেলন কক্ষে উপাচার্য ড সালেহ উদ্দিন এ তথ্য জানান।
তিনি জানান, গণমাধ্যমে কাজ করতে একটি প্রশিক্ষিত জনশক্তি গড়ে তুলতেই সিলেটে এই প্রথম সাংবাদিকতায় সার্টিফিকেট কোর্স চালু করা হচ্ছে। পরবর্তী সময়ে মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ চালুর পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।
উপাচার্য জানান, সাংবাদিকতা সার্টিফিকেট কোর্সে ভর্তির শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক। আসন সংখ্যা ৩০ থেকে ৩৫। ক্লাস প্রতি শুক্রবার কিংবা শনিবার। সময় ৩ ঘণ্টা। প্রতি ক্লাসে প্রতিটি বিষয়ে হাতে-কলমে শিক্ষা দেওয়া হবে।
ড সালেহ উদ্দিন জানান, বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সাংবাদিকতায় সার্টিফিকেট কোর্সের মানসম্পন্ন ও সহজবোধ্য কারিকুলাম তৈরি করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন, মেট্রোপলিটন ইউনিভার্সিটির ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক চৌধুরী মোকাম্মেল ওয়াহিদ, সাংবাদিকতা বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক গাজী সাইফুল হাসান ও প্রভাষক মোতাসিম বিল্লাহ। এছাড়াও উপ উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন, কোষাধ্যক্ষ অধ্যাপক সুরেশ রঞ্জন বসাক ও সব অনুষদের ডিন সহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
Leave a Reply