যথাযোগ্য মর্যাদায় সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে শেখ রাসেল দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার, ১৮ অক্টোবর সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এম হাবিবুর রহমান হলে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মেট্রোপলিটন ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর ড সুরেশ রঞ্জন বসাকের সভাপতিত্বে ও রেজিস্ট্রার তারেক ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ জহিরুল হক। স্বাগত বক্তব্য রাখেন শহীদ শেখ রাসেল জন্মদিন উদযাপন কমিটির সদস্য সচিব, ইংরেজি বিভাগের প্রধান ড রমা ইসলাম। ‘চির শিশু হে’শীর্ষক উপস্থাপনা পরিবেশন করেন ইংরেজি বিভাগের ৪৬তম ব্যাচের ছাত্রী অর্পিতা ভৌমিক ও ব্যবসা প্রশাসন বিভাগের ৫৯তম ব্যাচের ছাত্র দুর্জয় বণিক অর্পন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ব্যবসা ও অর্থনীতি অনুষদের ডিন প্রফেসর ড মো তাহের বিল্লাল খলিফা, আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন শেখ আশরাফুর রহমান, প্রক্টর ও অর্থনীতি বিভাগের প্রধান প্রফেসর ড মোহাম্মদ জামাল উদ্দিন, ছাত্রকল্যাণ উপদেষ্টা, আইন ও বিচার বিভাগের সহযোগী অধ্যাপক ড এম জেড আশরাফুল প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথি প্রফেসর ড মোহাম্মদ জহিরুল হক বলেন, একজন শিশুকে হত্যা করা মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ। শহীদ শেখ রাসেল শুধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র বা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাই নন, তিনি একজন শিশু এবং সকল শিশুর প্রতিনিধি। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply