মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে হাল্ট-প্রাইজের ক্যাম্পাস রাউন্ডের প্রতিযোগিতা শুক্রবার শেষ হয়েছে।
বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নতুন উদ্যোক্তা তৈরির এই বৈশ্বিক প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ৪৫ জন শিক্ষার্থী ১১টি দলে বিভক্ত হয়ে অংশ নেন।
প্রতিযোগিতায় বিচারক ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড মুনতাহা রাকিব, অধ্যাপক ড মুন্সি নাসের ইবনে আফজাল এবং জেস্ট ফুড অ্যান্ড বেভারেজের প্রতিষ্ঠাতা বিদ্যুৎ কান্তি দাস। প্রতিযোগিতায় বিচারকদের রায়ে ক্যানভাস, আরবান ও নকশা-এ তিনটি দল বিজয়ী হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ জহিরুল হক বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে পড়াশোনার পাশাপাশি যেকোন বিষয়ে বাস্তব ধারণা নেওয়ার সর্বোত্তম জায়গা। অধ্যয়নের বিষয়ে তত্ত্বের সঙ্গে বাস্তব জীবনের সংযোগ ঘটাতে হবে।
দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করতে মেট্রোপলিটন ইউনিভার্সিটি অগ্রণী ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিযোগিতার বিচারক ড মুন্সি নাসের ইবনে আফজাল প্রতিযোগিতায় পরবর্তী রাউন্ডের অংশগ্রহণকারীদের জন্য কিছু দিকনির্দেশনা দেন।
ড মুনতাহা রাকিব শিক্ষার্থীদের উদ্যোক্তা প্রতিযোগিতায় আগ্রহের সঙ্গে অংশগ্রহণের প্রশংসা করেন।
মেট্রোপলিটন ইউনিভার্সিটি হাল্ট প্রাইজ ক্লাবের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক এবং প্রধানগণ, প্রক্টর, ছাত্রকল্যাণ উপদেষ্টা ও রেজিস্ট্রার উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ‘তরুণদের নোবেল পুরস্কার’ হিসেবে খ্যাত বিশ্বের সবচেয়ে বড় স্টার্টআপ সহায়ক কর্মসূচি ‘হাল্ট প্রাইজ’। সারা বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের হাজার হাজার তরুণ তাদের উদ্ভাবনী ধারণা নিয়ে এই প্রতিযোগিতায় অবতীর্ণ হয়। বাংলাদেশের অল্প কিছু বিশ্ববিদ্যালয়ের মতো সিলেটে মেট্রোপলিটন ইউনিভার্সিটি হাল্ট প্রাইজ প্রতিযোগিতায় প্রতি বছর অংশ নেয়।
হাল্ট প্রাইজ তরুণ শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে বর্তমান বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাগুলো সমাধান করার জন্য চ্যালেঞ্জ করে। এ বছরের জন্য প্রতিযোগিতার বিষয়বস্তু হচ্ছে পোশাক শিল্পকে কিভাবে আরও টেকসই, নৈতিকসম্মত ও পরিবেশসম্মত করা যায়। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply