মেট্রোপলিটন ইউনিভার্সিটির ফ্লেইমস মিউজিক্যাল ক্লাব সিলেটের বটেশ্বর এলাকায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে শতাধিক দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে।
সোমবার বিকেলে এসব বিতরণকালে মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ জহিরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান তানভীর এম ও রহমান চৌধুরী।
সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ কাজ। শিক্ষাজীবনের এমন মহৎ কাজ শিক্ষার্থীদের মেধা ও মননে সৎ, নিষ্ঠাবান ও মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠতে সাহায্য করবে।
প্রধান অতিথির বক্তব্যে তানভীর চৌধুরী বলেন, ‘মেট্রোপলিটন ইউনিভার্সিটি সবসময়ই মানবিক কাজকে উৎসাহ দিয়ে এসেছে- সমর্থন দিয়ে এসেছে। শুধু শিক্ষার্থীদের মেধার যথাযথ চর্চাই নয়, আমরা তাদের মানবিক গুণাবলীও প্রস্ফূটিত করতে চাই। তাই এ ধরনের মানবিক কাজে সবসময় পাশে আছি।’
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন ফ্লেইমস মিউজিক্যাল ক্লাবের সভাপতি দেবপ্রিয় দে শুভ, সহসভাপতি আদনান হোসাইন, সহসাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন সামি, কার্যনির্বাহী সদস্য প্রিয়ান, রুহান, নাহিদ, সৌমিক, নাবিল, সানি, নাইম, মিলন, শ্রাবণী, থিয়া, জুঁই, নুঝাত, ফাহমিদা, আফরিন, আলিরাজ, সাইফুর, জীবন, রাজকমল, মাহমুদ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply