ফাইজা রাফা : সিলেটের অন্যতম বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান মেট্রোপলিটন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের ৫টি ব্যাচের বিদায় উপলক্ষে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ব্যাচগুলো হলো, ইংরেজি বিভাগের অনার্স ৪১ ও ৪২ এবং মাস্টার্সের ৪৮, ৪৯ ও ৫০। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মো হাবিবুর রহমান লাইব্রেরী হল রুমে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সমবেত শিক্ষার্থীদের চোখেমুখে যেমনি ছিল ক্যাম্পাস ছেড়ে যাওয়ার বেদনার ছাপ তেমনি অনেকদিন পর একত্রিত হওয়ার উচ্ছ্বাস। পারস্পরিক কুশল বিনিময়, ভবিষ্যৎ জীবন নিয়ে মনখোলা আলাপ ও প্রাণবন্ত আডডা সহ অন্যান্য আনষ্ঠানিকতা অন্যরকম আবেশ ছড়িয়ে দেয়। ইংরেজি বিভাগের শিক্ষকরাও অনুষ্ঠানে যোগ দেন।
শিক্ষার্থীদের মধ্যে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, নির্ঝর, মালিহা ও দিপ্তী সহ অন্যরা ৷ সাংস্কৃতিক পর্বে গান ও নাচ পরিবেশন করেন, অর্পিতা ও অর্পা ৷ অনুষ্ঠান সঞ্চালনা করেন, মুন্নি ও তাহমিদ ৷
অনুষ্ঠানের শেষপ্রান্তে ‘পুরানো সেই দিনের কথা…’ গানটি পরিবেশন করেন, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড রমা ইসলাম ও ৪২ ব্যাচের অভিষেক।
Leave a Reply