সিলেটের অন্যতম বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ‘আর্ট অব লেন্স’ শীর্ষক তিনদিনব্যাপী চিত্র প্রদর্শনী সোমবার বিকেলে শেষ হচ্ছে।
মেট্রোপলিটন ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি এই প্রদর্শনীর আয়োজন করেছে। এর উদ্বোধন হয় শনিবার সকালে। আয়োজনে সহায়তা করছে সবুজ গ্লোবাল এডুকেশন নামের একটি প্রতিষ্ঠান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপউপাচার্য অধ্যাপক শিবপ্রসাদ সেন। উপস্থিত ছিলেন, রেজিস্ট্রার ড নজরুল হক চৌধুরী, ছাত্রকল্যাণ উপদেষ্টা চৌধুরী মোকাম্মেল ওয়াহিদ, পরিচালক (প্রশাসন) তারেক ইসলাম, সিএসই বিভাগের প্রধান মো মাহফুজুল হাসান, এমইউ ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি কাজী ওহিদুজ্জামান, উপদেষ্টা আখলাকুজ্জামান আশিক প্রমুখ।
আয়োজকরা জানান, চিত্র প্রদর্শনীতে বাংলাদেশ ও ভারতের একশজনের ৪৫০টি ছবি জমা পড়ে। এর থেকে বাছাইকৃত ৫০টি ছবি নিয়ে প্রদর্শনী চলছে।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply