সিলেটে মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।
‘বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে’ এ স্লোগান নিয়ে বাংলাদেশ বিজ্ঞান একাডেমি ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের যৌথ উদ্যোগে শুক্রবার দিনব্যাপী এই বিজ্ঞান অলিস্পিয়াড অনুষ্ঠিত হয়।
সকালে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা। দুপুরের পর ছিল প্রশ্ন ও উত্তর পর্ব। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য ড মো সালেহ উদ্দিন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট এ কে এম হাসানুজ্জামান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড আনোয়ারুল ইসলাম, অধ্যাপক ড মো ইউনুস, অধ্যাপক ড আব্দুল আউয়াল বিশ্বাস, মঞ্জুরি কমিশনের প্রতিনিধি অধ্যাপক ড সঞ্জয় অধিকারী, অধ্যাপক ড এম আবুল কাশেম ও অধ্যাপক ড মিসবাহ উদ্দিন।
পরে পুরস্কার বিতরণ করা হয়।
বিজ্ঞান অলিম্পিয়াডে সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
Leave a Reply