জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, কুরআন নাযিলের মাহে রমজান হচ্ছে আত্মশুদ্ধি অর্জনের মাস। পবিত্র এই মাসে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সমাজের অসহায় হতদরিদ্র মানুষের পাশে সাধ্যমত সহযোগিতা নিয়ে দাঁড়ানো সামর্থবানদের নৈতিক দায়িত্ব। কারণ দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে প্রান্তিক জনগোষ্ঠীর পিঠ দেয়ালে ঠেকে গেছে।
শুক্রবার, ২৪ মার্চ পবিত্র মাহে রমজান উপলক্ষে দলের সিলেট মহানগরীর শাহপরান পূর্ব থানার উদ্যোগে মেজরটিলা (ইসলামপুর) এলাকায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে ফুডপ্যাক উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দলের থানা আমীর শামীম আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা ফয়জুর রহমানের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন, ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মন্জুর রহমান, ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সৈয়দ ফরহাদ হোসেন, ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মাওলানা রফিকুল ইসলাম, জামায়াত ইসলামী নেতা মাওলানা শাহ মাহমুদুল হক, নাসির উদ্দিন চৌধুরী, হোসেন আহমদ চৌধুরী, নিজাম উদ্দিন, আব্দুল জলিল, ছাত্র শিবিরের সাবেক মহানগর সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, মাহবুবুর রহমান, আলমগীর হোসেন, কামাল মিয়া, শফিকুর রহমান, মাওলানা আব্দুল ওয়াহিদ ও আব্দুল্লাহ সাদিক। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply