নিজস্ব প্রতিবেদক : সিলেট ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডা এম এ রকিবের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় দেশবরেণ্য এ চিকিৎসকের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
বুধবার দুপুরে সিলেট ডায়াবেটিক সমিতি সিলেট ডায়াবেটিক হাসপাতালে এ আলোচনা সভার আয়োজন করে।
এতে বক্তারা সিলেট ডায়াবেটিক হাসপাতাল ও সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল প্রতিষ্ঠাসহ বিভিন্ন ক্ষেত্রে ডা এম এ রকিবের অবদান উল্লেখ করেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সিলেট ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডা এম এ আহবাব। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, লোকমান আহমদ, ডা আলতাফুর রহমান, এম এ মান্নান, ডা আজিজুর রহমান, প্রকৌশলী আইয়ুব আলী ও প্রদীপ কুমার ভট্টাচার্য।
Leave a Reply