মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেটের ১১তম তাফসিরুল কুরআন মহাসম্মেলন আগামীকাল শনিবার দুপুর ২টা হতে মধ্যরাত পর্যন্ত ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে অনুষ্ঠিত হবে।
মহাসম্মেলন তাফসির পেশ করবেন আল্লামা নূরুল ইসলাম খান সুনামগঞ্জী, জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহ মাদরাসা সিলেটের শিক্ষা সচিব মাওলানা মুফতি আতাউল হক জালালাবাদী, মাওলানা মুফতি হাবিবুল্লাহ মাহমুদ ক্বাসেমী (ঢাকা), মাওলানা মুফতি মুজিবুর রহমান (চট্টগ্রাম), মাওলানা মাহমুদুল হাসান ক্বাসেমী (ঢাকা), মাওলানা তাজ উদ্দিন আল হামেদী (ঢাকা), মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেটের উপদেষ্টা মাওলানা রফিকুল ইসলাম জাকারিয়া, আম্বরখানা জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মুফতি জিয়াউর রহমান, বরইকান্দি কাজিরখলা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ক্বারী আবু বকর, মুয়ীনুল ইসলাম লামা শ্যামপুর মাদরাসা হরিপুরের মুহতামিম মাওলানা মীম সুফিয়ান, হযরত শাহ ওলীউল্লাহ (রহ) জামেয়া রঈসুল উলুম মাদরাসা ও এতিমখানা আখালিয়ার প্রতিষ্ঠাতা মুহতামিম হাফিজ মাওলানা রইছ উদ্দিন প্রমুখ।
তাফসিরুল কুরআন মহাসম্মেলনের বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করবেন জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহ মাদরাসা সিলেটের মুহতামিম ও শাইখুল হাদীস মাওলানা মুফতি মুহিব্বুল হক গাছবাড়ী, জামেয়া নূরীয়া ইসলামিয়া ভার্থখলার প্রিন্সিপাল ও জালালাবাদ ইমাম সমিতির সভাপতি মাওলানা হাফিজ মুজদুদ্দীন আহমদ, জামেয়া মাদানীয়া কাজিরবাজার সিলেটের শিক্ষা সচিব মাওলানা মুফতি শফিকুর রহমান, জামেয়া গহরপুরের মুহতামিম হাফিজ মাওলানা মুসলেহুদ্দীন রাজু ও মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেটের সভাপতি মাওলানা সাইদুর রহমান।
মহাসম্মেলন সফল করতে সর্বস্তরের মুসলমানকে অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতা করার আহবান জানিয়েছেন মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেটের সভাপতি মাওলানা সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন হারিছ।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply