হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মুড়ারবন্দ দরবার শরীফের ৬৯৮ তম বার্ষিক ওরস মোবারক রবিবার থেকে শুরু হচ্ছে। শেষ হবে মঙ্গলবার। ইতোমধ্যে সার্বিক প্রস্ততি শেষ হয়েছে।
ইতিহাস বলে, সিলেট বিজয়ের পর হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির সঙ্গী ৩৬০ আউলিয়ার অন্যতম সেনাধ্যক্ষ হযরত সৈয়দ নাসির উদ্দিন রহমতুল্লাহি আলাইহি ১৩০৩ খ্রিস্টাব্দে তরফ রাজ্য বিজয় করেন। পরের বছর নিযুক্ত হন এ রাজ্যের শাসনকর্তা। তখন থেকে মুড়ারবন্দ নামক স্থানে বসতি স্থাপন করেন।
জনশ্রুতি আছে, মৃত্যুর পূর্বে হযরত সৈয়দ নাসির উদ্দিন রহমতুল্লাহি আলাইহি তার দেহ মোবারক পূর্ব-পশ্চিমে দাফনের নির্দেশ দেন; কিন্তু শরিয়তের বিধান মতে, দেহ দাফন করা হয় উত্তর-দক্ষিণে। তবে দাফন করে সবাই ৪০ কদম দূরে যাওয়া মাত্র অলৌকিকভাবে মাজার পূর্ব-পশ্চিমে ঘুরে যায়। এখনো তা পূর্ব-পশ্চিমেই আছে।
পবিত্র ওরসকে সামনে রেখে বিভিন্ন পণ্যের পসরা সাজাতে শুরু করেছেন ব্যবসায়ীরা। মানত পালন করার জন্য ভক্ত-আশেকানরা আসছেন নানা জাতের পশু নিয়ে। এবারও দেশের বিভিন্ন স্থান থেকে জাতি-ধর্ম নির্বিশেষে লক্ষাধিক ভক্ত ওরস মোবারকে যোগ দেবেন বলে ওরস উদযাপন কমিটি আশা করছে।
ওরস মোবারকে যোগ দিতে ভক্ত-আশেকানদের আমন্ত্রণ জানিয়েছেন, খাদেম সৈয়দ মুরাদ আহাম্মদ চিশতী ও মোতাওয়াল্লি সৈয়দ সফিক আহম্মেদ।
Leave a Reply