সাবেক অর্থমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল মাল আবদুল মুহিত স্মরণে সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে টুকেরবাজারে তেমুখি হাজি সুন্দর আলী জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মো নিজাম উদ্দিনের পরিচালনায় দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান ও সহসভাপতি, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ।
নেতৃবৃন্দ আবুল মাল আবদুল মুহিতের স্মৃতির প্রতি শ্রদ্ধা জনিয়ে বলেন, সিলেট তথা বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে তার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
তারা বলেন, আবুল মাল আবদুল মুহিত সংসদ সদস্য ও অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে বাংলাদেশকে বিশ্ব দরবারে অর্থনৈতিক উন্নয়নের রোল মডেল হিসেবে তুলে ধরতে সক্ষম হন।
দোয়া মাহফিল পরিচালনা করেন, হাউসা আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মুফতি আজিজ আহমদ। এছাড়া মহান আল্লাহর কাছে মরহুমের মাগফেরাত এবং দেশ জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় উপস্হিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শমসের জামাল, শ্রম বিষয়ক সম্পাদক সাইফুর রহমান খোকন ও উপদপ্তর সম্পাদক মজির উদ্দিন সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply